ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম - Storybd3

Latest

বিজ্ঞান চর্চা কেন্দ্র

সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম


আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা জেনে গেছেন যে আমি ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম নিয়ে আলোচনা করব।  তো চলুন শুরু করি আজকের আর্টিকেল।

বর্তমানে  আমরা আধুনিক যুগে বসবাস করছি। এখন এমন মানুষ পাওয়া বিরল যে কিনা মোবাইল ফোন ব্যবহার করে না। কারন এখন আমরা সকলেই মোবাইলের সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত। আর যদি সেটা হয় স্মার্টফোন তাহলেতো কথাই নেই। কিন্তু আপনার কাছে স্মার্টফোন আছে কিন্তু ইন্টারনেট কানেকশন নেই তাহলে কেমন লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। কিন্তু বর্তমানে এমবির যা দাম তা আপনারা সকলেই জানেন। তো এক্ষেত্রে আমি মনে করি ওয়াফাই নেওয়াটাই ব্যাটার। যাহোক ধরুন আপনার বন্ধুর ওয়াইফাই আছে কিংবা আপনার আশে পাশে কোন বাড়িতে ওয়াইফাই আছে। কিন্তু তারা আপনাকে পাসওয়ার্ড না বলে মোবাইলে কানেক্ট করে দেয়। তো এক্ষেত্রে আপনি তাদের পাসওয়ার্ড কিভাবে জানবেন? এটি খুব সহজ বর্তমানে আমরা যারা নতুন অ্যান্ডয়েড ভার্সন ব্যাবহার করি তাদের অনেকের ফোনে ওয়াইফাই পাসওয়ার্ড দেখার পদ্ধতিটা আছে। আবার অনেকের ফোনে এটি নাও থাকতে পারে। 

যেভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন তার পদ্ধতি :

এজন্য প্রথমে আপনার ফোনটিকে আপনার বন্ধুর ওয়াইফাই বা যে ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখতে চান সেই ওয়াইফাই  কানেক্ট করুন। ( কিভাবে কানেক্টে করবেন সেটা আপনার ব্যাপার কারণ আমি আপনাকে হ্যাক শিখাচ্ছি না জাষ্ট একটা টিপস দিচ্ছি) তবে হ্যাঁ আমি আর্টিকেলের শেষে একটা ট্রিক বলে দিব  যাতে করে আপনার বন্ধু যদি ওয়াইফাই এ কানেক্ট করে নাও দিতে চায় তবুও আপনি কানেক্ট করতে পারবেন। 

কানেক্ট হয়ে গেলে আপনি আপনার ফোনের ওয়াইফাই অপশনটিতে চাপ দিয়ে ধরে থাকুন।


তারপর আপনি যে ওয়াইফাই এ কানেক্ট আছেন সেই ওয়াইফাই এর নাম দেখতে পারবেন। আপনি সেই নামটির ওপর চাপ দিয়ে ধরে থাকবেন।

তারপর আপনি একটি QR code পাবেন সেটি আপনার ফোনে স্ক্রিনশর্ট তুলে রাখুন।


এরপর আপনার দরকার হবে একটি স্ক্যানার অ্যাপের। যাদের ফোনে স্ক্যানার অ্যাপ আছে তারা তাদের ফোনের স্ক্যানার অ্যাপটি ব্যবহার করবেন আর যাদের  ফোনে স্ক্যানার  অ্যাপ নেই তাদের ক্ষেত্রে এ নিয়ে আমি একটু পরে আলোচনা  করছি।

যাদের স্ক্যানার অ্যাপ আছে তারা তাদের স্ক্যানার অ্যাপটিতে যান তারপর নিচে ইমেজ আইকনটিতে ক্লিক করুন।  


এরপর আপনি Gallery তে গিয়ে QR code এর  স্ক্রিনশর্ট টি সিলেক্ট করুন তারপর আপনার সামনে নিচের মতো একটি পেজ আসবে।


এখানে পাসওয়ার্ডটি হাইড করা থাকবে আপনি আপনার ফোনের স্কিনের যেকোন জায়গায় একবার টার্চ করলেই পাসওয়ার্ডটি নিচের মতো ভেসে উঠবে।

(বি: দ্র: এটি Xiaomi ফোন দ্বারা করা হয়েছে তাই এর অপশনগুলো অন্যান্য ফোনের সাথে নাও মিলতে পারে।)

এবার আসি যাদের ফোনে স্ক্যানার অ্যাপ নেই তারা কিভাবে পাসওয়ার্ড বের করবেন।

প্রথমে আপনাকে একটি অ্যাপ ইন্সটল করতে হবে। আপনি  এখান থেকে QR and Bercode Scanner অ্যাপটি ইন্সটল করুন। অ্যাপটি মাত্র ১৬.৬৫ এমবি। প্লেস্টোরে রেটিং ৪.৭। তো অ্যাপটি ইন্সটল করে ওপেন করুন। তারপর একদম ওপরের বামদিকের ইমেজ আইকনটিতে ক্লিক করুন।


তারপর আপনি Gallery অথবা Photos সিলেক্ট করুন। 


 তারপর আপনার QR Code এর তোলা স্ক্রিনশর্টটি সিলেক্ট করুন।


তারপর আপনার ওয়াইফাই এর নাম সহ পাসওয়ার্ডটি পেয়ে যাবেন নিচের স্ক্রিনশর্ট এর মতো।



তো আশা করি সবকিছু বুঝতে পেরেছেন। তো এখন আমি একটি ট্রিক বলব যে আপনি কিভাবে আপনার বন্ধু যদি পাসওয়ার্ড নাও দিতে চায় তবুও ওয়াইফাই কানেক্ট করবেন। তো এজন্য আপনার বন্ধুর ফোনটি নিতে হবে এবং তাতে ওয়াইফাই কানেকশন থাকতে হবে। ( কিভাবে আপনার বন্ধুর ফোনটি ম্যানেজ করবেন সেটা আপনার ব্যাপার)

ফোনটি নেওয়ার পর ওপরের মতো ওয়াইফাই এর QR Code টি বের করুন তারপর আপনার ফোনটি QR কোডটির ওপরে ধরে স্ক্যান করুন ব্যাস পাসওয়ার্ড পেয়ে গেলেন। আশা করি এটা স্ক্রিনশর্ট দিয়ে বুঝিয়ে দিতে হবে না। আর একটা কথা বলি আমি এইভাবেই আমার বন্ধুর ওয়াইফাই  এ আমার ফোনটি কানেক্ট করেছিলাম 😜

তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনে পোষ্টে। আর কোন সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না। খোদাহাফেজ। 


1 টি মন্তব্য:

  1. ধন্যবাদ ভাই আমি আপনার ট্রিক ফলো করে আমার বন্ধুর ওয়াইফাই এ কানেক্ট করেছি 😍

    উত্তরমুছুন